অনলাইন মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে হলে মৃত ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিবন্ধন অপশনে যাবে। নিবন্ধন অপশনে যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে মৃত্যু নিবন্ধন আবেদন পত্র পূরণ করুন। [প্রথম ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
প্রথমে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধনে থাকা ১৭সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিন। এরপর জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ দিন জন্ম তারিখ দেওয়ার পর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। [ দ্বিতীয় ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
অনুসন্ধান বাটনের ক্লিক করার পর মৃত ব্যক্তির অনলাইন জন্ম নিবন্ধনে থাকা তথ্য দেখানো হবে। এরপর নির্বাচন করুন বাটনে ক্লিক করুন। [তৃতীয় ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
নির্বাচন করুন এ ক্লিক করার পর আপনি কি নিশ্চিত? অর্থাৎ আপনি কি অনলাইন মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে চান। যদি না চান তাহলে বাতিল করুন আর চাইলে কনফার্ম বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপ। [চতুর্থ ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
চতুর্থ ধাপে প্রথমে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা নির্বাচন করুন। প্রথমে দেশ বাংলাদেশ, (মৃত ব্যক্তির বিভাগ) (জেলা) (সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট উপজেলা নির্বাচন করুন)(এরপর পৌরসভা বা ইউনিয়ন নির্বাচন করুন) (অফিস অটোমেটিকলি আসবে) সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করুন। ভুল হলে পূর্ববর্তী বাটনে ক্লিক করে পিছনে যান। [পঞ্চম ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
পঞ্চম ধাপে মৃত ব্যক্তির বিবরণ দিন। প্রথমে মৃত্যুর তারিখ দিন। এরপর মৃত্যুর কারণ নির্বাচন করুন। আপনার ধারণা অনুযায়ী।(মৃত ব্যক্তির স্বামী স্ত্রীর তথ্যাবলী) মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর জন্ম নিবন্ধন নম্বর আর মহিলা হলে স্বামীর জন্ম নিবন্ধন নম্বর দিন। (এরপর স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর)(স্বামী বা স্ত্রীর নাম বাংলায়) (স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে) সবকিছু সঠিকভাবে পূরণ করার পর (পরবর্তী) বাটনে ক্লিক করুন। [ষষ্ঠ ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
(মৃত্যু স্থানের বিবরণ) অর্থাৎ যে ঠিকানায় মৃত্যুবরণ করেছে তা নির্বাচন করুন। (প্রথমে দেশ তারপর বিভাগ) (ডাকঘর বাংলায় ডাকঘর ইংরেজিতে) (গ্রাম /পাড়া/ মহল্লা বাংলায়) (গ্রাম/পাড়া/ মহল্লা ইংরেজিতে)।(মৃত্যু স্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই হলে টিক বক্সে টিক মার্ক দিন। আর যদি ভিন্ন হয় তাহলে মৃত্যুর সময় বসবাসের ঠিকানা নিচের ফর্মটি পূরণ করুন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন[সপ্তম ধাপ]
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন |
সর্বশেষ ধাপ এখানে আপনার পূরণ করা সমস্ত তথ্য দেখানো হবে। সমস্ত তথ্য ভালো করে পড়ে মিলিয়ে দেখুন ভুল হলে পূর্ববর্তী অপশনে গিয়ে সংশোধন করে আসুন আর যদি সঠিক হয় তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি স্থানীয় নিবন্ধক কার্যালয়ে জমা হবে । এবং আপনার মোবাইলে আবেদন আইডি আসবে। আবেদন আইডি লিখে রাখুন আবেদন পত্র প্রিন্ট করার প্রয়োজনে। আবেদনপত্র প্রিন্ট করুন এবং মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন এবং আবেদনকারীর জন্ম নিবন্ধন আরো প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে স্থানীয় নিবন্ধন কার্যালয়ে জমা দিন।
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
Post a Comment