*** আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।***
যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। *** যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে হয়,তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না। *** যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।
জন্ম তথ্য সংশোধন করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করার পর জন্ম তথ্য সংশোধন অপশনে যাবে। যাওয়ার পর জন্ম তথ্য সংশোধন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
(প্রথম ধাপ)
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন |
প্রথমে আপনার ১৭সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিন। এরপর জন্ম তারিখ দিন জন্ম নিবন্ধন অনুযায়ী। এরপর (অনুসন্ধান) বাটনে ক্লিক করুন।ক্লিক করার পর অনলাইন জন্ম নিবন্ধন তথ্য দেখানো হবে। [দ্বিতীয় ধাপ]
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন |
অনলাইন রেজাল্ট দেখানোর পর।[নির্বাচন] করুন বাটনে ক্লিক করুন।[তৃতীয় ধাপ]
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন |
নির্বাচন করুন এ ক্লিক করার পর ছবির মত আসবে। আপনি কি নিশ্চিত? কনফার্ম বাটনে ক্লিক করুন, আর সংশোধন করতে না চাইলে বাতিল করুন। [চতুর্থ ধাপ]
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন |
কনফার্ম করার পর। পরবর্তী ধাপে আপনার সংশোধনের তথ্য দিতে হবে। প্রথমে বিষয়। আপনি কি কি সংশোধন করতে চান। নিজের নাম মা বাবার নাম বাংলা ইংরেজি। আপনার প্রয়োজনীয় বিষয় নির্বাচন করুন। প্রয়োজনীয় বিষয় নির্বাচন করার পর। চাহিত সংশোধিত তথ্য। আপনি কিভাবে তা সংশোধন করতে চান তা এই বক্সে লিখুন। এরপর সংশোধনের কারণ লিখুন। সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। কোন ভুল হলে ডিলিট বাটনে ক্লিক করুন। আরো কোন কিছু সংশোধন করতে চাইলে। [আরো তথ্য সংযোজন করুন] বাটনে ক্লিক করুন। আরো তথ্য সংযোজন বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় বিষয় সংশোধন করতে পারবেন। [পঞ্চম ধাপ]
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন |
এরপর ফোন নম্বর দিন। ফোন নম্বর দেওয়ার পর সংযোজন করুন। অর্থাৎ আপনি যে বিষয়গুলো সংশোধন করতে চান। তার কাগজপত্র আপলোড করুন। আপলোড আকার সাইজ 100 কিলোবাইট আপনার নিজের নামের ভুল সংশোধন করার জন্য এসএসসি সার্টিফিকেট ডাক্তারি সার্টিফিকেট, আপনার মা বাবার নাম সংশোধন করার ক্ষেত্রে, তাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয় পত্র, আরো প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে। [ষষ্ঠ ধাপ]
জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন |
সবকিছু সঠিকভাবে দেওয়ার পর (সাবমিট)বাটনে ক্লিক করুন । সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার স্থানীয় নিবন্ধন কার্যালয়ে আবেদনটি সাবমিট হবে। সাবমিট হওয়ার পর আবেদন আইডি আসবে। আবেদন আইডিটি লিখে রাখুন। আবেদনপত্র প্রিন্ট করার প্রয়োজনে।
আরো দেখুন👇👇👇
জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকার জন্য রেজিস্ট্রেশন
জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকা সনদ ডাউনলোড
Post a Comment