কোভিড ১৯ করোনার টিকা সনদপত্র যাচাই করুন হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে। টিকা সনদপত্র যাচাই করার জন্য নিচের লেখা গুলো ভালো করে পড়ুন।
[জাতীয় পরিচয়পত্র]
আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) ও ভ্যাকসিন সনদপত্র নম্বর প্রদান করে "ভ্যাকসিন সনদ যাচাই করুন" বাটনে ক্লিক করে ভ্যাকসিন সনদ যাচাই করা যাবে।
জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করা ভ্যাকসিন সনদ যাচাই করতে এখানে ক্লিক করুন ক্লিক করার পর সরাসরি টিকা সনদপত্র যাচাই অপশনে যাবে । যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে টিকা সনদপত্র যাচাই করুন। [প্রথম ধাপ]
টিকা সনদপত্র যাচাই |
প্রথমে টিকা সনদে থাকা জাতীয় পরিচয় পত্র নাম্বার দিন। এরপর জন্ম তারিখ [জাতীয় পরিচয় পত্র অনুযায়ী] অথবা জন্ম সনদ অনুযায়ী। এরপর ভ্যাকসিন সনদপত্র নম্বর। অর্থাৎ টিকা সনদপত্রে লেখা থাকবে certificate number: BD লেখা থাকবে। শুধু ভ্যাকসিন সনদপত্র নম্বরটি বক্সে বসিয়ে দিন। এরপর উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন। এখানে লেখাটি ভালোভাবে মিলিয়ে টাইপ করুন। এরপর (ভ্যাকসিন সনদ যাচাই করুন) বাটনে ক্লিক করুন।[দ্বিতীয় ধাপ]
টিকা সনদপত্র যাচাই |
পরবর্তী ধাপে verification successful . This verification certificate is valid লেখা আসবে। এখানে টিকা সনদপত্রের সমস্ত তথ্য থাকবে।
জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করা টিকা সনদপত্র যাচাই করুন। যাচাই করার জন্য নিচের লেখাগুলি ভালো করে পড়ুন।
[জন্ম নিবন্ধন সার্টিফিকেট]
আপনার জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ (জন্ম সনদ অনুযায়ী) ও ভ্যাকসিন সনদপত্র নম্বর প্রদান করে "ভ্যাকসিন সনদ যাচাই করুন" বাটনে ক্লিক করে ভ্যাকসিন সনদ যাচাই করা যাবে।
জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করা টিকা সনদপত্র যাচাই করতে এখানে ক্লিক করুন ক্লিক করার পর সরাসরি টিকা সনদপত্র যাচাই অপশনে নিয়ে যাবে। যাচাই অপশনে যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে টিকা সনদপত্র যাচাই করুন।[প্রথম ধাপ]
টিকা সনদপত্র যাচাই |
টিকা সনদ যাচাই করার জন্য প্রথমে জন্ম সনদ নম্বর। বা টিকা সনদে থাকা জন্ম নিবন্ধন নম্বর। এরপর জন্ম তারিখ [জন্ম সনদ অনুযায়ী দিন]। ভ্যাকসিন সনদপত্র নম্বর। অর্থাৎ ভ্যাকসিন সার্টিফিকেট নাম্বারটি দিন। এরপর উপরে লেখাটি নিচে লিখুন। এখানে লেখাটি ভালোভাবে মিলিয়ে টাইপ করুন।টাইপ করার পর [ভ্যাকসিন সনদ যাচাই করুন] বাটনে ক্লিক করুন ক্লিক করার পর verification successful,This verification certificate is valid লেখা আসবে। এখানে সনদপত্রের সম্পূর্ণ তথ্য দেখানো হবে।
পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি)
আপনার পাসপোর্ট নম্বর, জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) ও ভ্যাকসিন সনদপত্র নম্বর প্রদান করে "ভ্যাকসিন সনদ যাচাই করুন" বাটনে ক্লিক করে ভ্যাকসিন সনদ যাচাই করা যাবে । পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা টিকা সনদ পত্র যাচাই করুন। যাচাই করার জন্য এখানে ক্লিক করুন ক্লিক করার পর সরাসরি টিকা সনদপত্র যাচাই অপশনে নিয়ে যাবে। যাচাই অপশনে যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে টিকা সনদপত্র যাচাই করুন।[প্রথম ধাপ]
টিকা সনদপত্র যাচাই |
প্রথমে আপনার পাসপোর্ট নাম্বার দিন। এরপর জন্ম তারিখ দিন। এরপর সার্টিফিকেট নাম্বার। টিকা সনদে থাকা সার্টিফিকেট নাম্বার দিন। উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন এখানে লেখাটি ভালোভাবে মিলিয়ে টাইপ করুন টাইপ করার পর verify certificate বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর verification successful লেখা আসবে। এখানে আপনার সনদে থাকা সমস্ত তথ্য দেখানো হবে।
আরো দেখুন 👇👇👇
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম নিবন্ধন দিয়ে টিকা সনদ ডাউনলোড
Post a Comment