আমাদের এই ব্লগ সাইটের সমস্ত পোস্ট দেখতে Site Map Page দেখুন। এছাড়াও উপরে ডানপাশে সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় লিখে সার্চ দিন।(ধন্যবাদ)

জাতীয় পরিচয় পত্র দিয়ে কোভিড ১৯ করোনার টিকার জন্য নিবন্ধন

জাতীয় পরিচয় পত্র দিয়ে কোভিড ১৯ করোনার টিকার জন্য নিবন্ধন

কোভিড ১৯ করুনার টিকার জন্য যারা এখনো নিবন্ধন করেননি তারা নিবন্ধন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন। জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন  ক্লিক করার পর সরাসরি মূল পৃষ্ঠায় নিয়ে যাবে । মূল পৃষ্ঠায় যাওয়ার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করে নিবন্ধন সফল করুন।

[প্রথম ধাপ]

প্রথমে আপনার শ্রেণী বা ধরন নির্বাচন করুন।শ্রেণী (ধরণ) নির্বাচন করুন: যেটা আপনার সঙ্গে প্রাসঙ্গিক যেকোনো একটি নির্বাচন করুন। শ্রেণী ধরণ নির্বাচন করার পর ছবিতে দেখানো ধাপ অনুসরণ করুন।
করোনার টিকার জন্য নিবন্ধন, COVID 19 vaccine registration, টিকার জন্য নিবন্ধন, ভ্যাকসিন রেজিস্ট্রেশন, টিকা রেজিস্ট্রেশন, আলিম টেলিকম,Alim Telecom,Alim Telecom ctg, আলিম টেলিকম
করোনার টিকার জন্য নিবন্ধন 
[দ্বিতীয় ধাপ]

আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার দিন। এরপর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ দিন। শেষে উপরের লিখাটি সঠিকভাবে নিচে লিখুন এখানে লেখাটি ভালোভাবে মিলিয়ে টাইপ করুন। এরপর যাচাই করুন এ ক্লিক করুন । ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডে থাকা নাম বাংলা ইংরেজি তথ্য দেখানো হবে।[তৃতীয় ধাপ]

করোনার টিকার জন্য নিবন্ধন পদ্ধতি, COVID 19 vaccine registration, ভ্যাকসিন রেজিস্ট্রেশন, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,Alim Telecom, Alim Telecom ctg,
করোনার টিকার জন্য নিবন্ধন পদ্ধতি 

এরপর মোবাইল অপশনে আপনার নিজের মোবাইল নাম্বার দিন । [এরপর আপনার বর্তমান ঠিকানা] যে ঠিকানায় আপনি ভ্যাকসিন দিতে চান। (প্রথম বিভাগ নির্বাচন করুন) বর্তমানে আপনি যে জেলায় বিভাগে আছেন তা নির্বাচন করুন। (জেলা নির্বাচন করুন) (উপজেলা বা সিটি কর্পোরেশন নির্বাচন করুন)(ইউনিয়ন পৌরসভা থানা নির্বাচন করুন) (ওয়ার্ড নাম্বার নির্বাচন করুন) (যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক তা নির্বাচন করুন) সবকিছু সঠিকভাবে দেওয়ার পর সংরক্ষণ করুন এ ক্লিক করুন।

[চতুর্থ ধাপ]  আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ৬ সংখ্যা একটি ওটিপি কোড গিয়েছে । ছয় সংখ্যার কোড টি মোবাইল OTP প্রদান করুন এখানে বসান। ওটিপির মেয়াদ মাত্র পাঁচ মিনিট। মেয়াদ শেষ হয়ে গেলে বা ওটিপি না পেলে পুনরায় ওটিপি পাঠানে ক্লিক করুন। ওটিপি সঠিকভাবে দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন নিবন্ধন সম্পন্ন হলে আপনার মোবাইল মেসেজ এর মাধ্যমে জানতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর টিকার কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর সরাসরি টিকা কার্ড ডাউনলোড অপশনে নিয়ে যাবে এবং নিচের ধাপ অনুসরণ করে ছবিতে দেখানো নিয়ম অনুসারে কাজ সম্পন্ন করে কার্ড ডাউনলোড করুন।

টিকার কার্ড ডাউনলোড, ভ্যাকসিন কার্ড ডাউনলোড, COVID 19 vaccine card download,Alim Telecom, Alim Telecom ctg, আলিম টেলিকম, আলিম টেলিকম সিটিজি,
টিকার কার্ড ডাউনলোড

 আপনি যে জাতীয়  পত্র নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে জাতীয় পরিচয় পত্র নাম্বার দিন। জন্ম তারিখ দিন জাতীয় পরিচয় পত্র অনুযায়ী। উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখুন এখানে লেখাটি ভালো করে টাইপ করুন এরপর যাচাই করুন বাটন এ ক্লিক করুন।

যাচাই করুন বাটন এ ক্লিক করার পর রেজিস্ট্রেশনের সময় দেওয়া নাম্বারে ছয় সংখ্যার OTP কোড আসবে। ওটিপি  পাঁচ মিনিটের মধ্যে OTP ঘরে বসিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটন এ ক্লিক করুন ।


টিকার কার্ড ডাউনলোড, করোনার টিকার কার্ড ডাউনলোড, vaccine card download, Alim Telecom ctg, Alim Telecom, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম সিটিজি, আলিম টেলিকম,
টিকার কার্ড ডাউনলোড 

আবার ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটনে এ ক্লিক করুন। ক্লিক করার পর pdf ফাইল ডাউনলোড হবে। পরবর্তীতে এটি প্রিন্ট করে নিতে পারবেন।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post